প্লে অফ অনিশ্চিত মোস্তাফিজদের

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০১ ১১:৫৬:৫৯


বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে আইপিএলের প্লে অফে খেলা অনিশ্চিত হয়ে গেল মোস্তাফিজদের রাজস্থান রয়েলসের।

চলতি আইপিএলে ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলেছে রাজস্থান রয়েলস। কিন্তু আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি দলটি। বোলিংয়ে ভালো হলেও আশান্বিত ব্যাটিং হয়নি। যে কারণে বেশ কিছু নিশ্চিত জয়ের ম্যাচে হেরেছে রাজস্থান।

১১ ম্যাচে মাত্র চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সপ্তম পজিশনে পড়ে আছে রাজস্থান রয়েলস। গ্রুপ পর্বে নিজেদের শেষ তিন ম্যাচে জয় পেলেও রাজস্থানের প্লে অফে খেলার সুযোগ কম।

বুধবার বেঙ্গালুরুর বিপক্ষে এক উইকেটে ১০০ রান করা রাজস্থান এর পর মাত্র ৪৯ রান সংগ্রহ করতেই হারায় ৮ উইকেট। এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে দুর্দান্ত শুরুর পরও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি রাজস্থান। সহজ টার্গেট তাড়ায় ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় কোহলির বেঙ্গালুরু।

সানবিডি/ এন/আই