সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০২ ১০:৪৬:৩১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ২৯৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৪৭ কোটি ৭৫ লাখ ২ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৬ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৩১৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৫৬ কোটি ১৮ লাখ ৪১ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৬১৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭৩ কোটি ৯৪ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা ২৭৩ কোটি ৬৮ লাখ ৮২ হাজার টাকার, শাহাজিবাজার পাওয়ারের ২৬৭ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ২১৮ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২১৪ কোটি ৫০ লাখ ১১ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৯৭ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৭৫ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকার ও বিবিএস ক্যাবলসের ১৭৪ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস