২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ১০:২১:২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি এবং ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি দুইটির মধ্যে নাভানা সিএনজির আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) এবং ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ক্রেডিট রেটিং দিয়েছে।

জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের (আলফা রেটিং) রেটিং অনুযায়ী নাভানা দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৯ সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস