বন্ড ইস্যুর প্রস্তাব প্রত্যাহার করেছে আইএফআইসি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ১১:১৬:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর প্রস্তাব প্রত্যাহার করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহার করেছে ব্যাংকটি। এর আগে ব্যাংকটি ১ হাজার কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর ঘোষণা দিয়েছিল। যা গত ২৩ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন করেছিল।

ব্যাংকটি এডিশোনাল টিয়ার-১ মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করতে চেয়েছিল। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০ কোটি টাকার বন্ড ইস্যু করার কথা ছিল। আর বাকী ১০০ কোটি টাকার বন্ড পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করার কথা ছিল।

বিএসইসির কাছে আইএফআইসি ব্যাংক থার্ড নন-কনভার্টেবল কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এটি ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস