রেকর্ড মূল্যবৃদ্ধিতে এশিয়ায় জ্বালানি তেল আমদানিতে ভাটা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ১৪:১২:২৭


বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয় এশিয়া মহাদেশে। প্রধানত বিদ্যুৎ উৎপাদন খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ব্যয়বহুল প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে এ অঞ্চলের প্রথম পছন্দ অপরিশোধিত জ্বালানি তেল। এছাড়া জ্বালানি পণ্যের চাহিদা তো রয়েছেই। কিন্তু সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে এশিয়ান ক্রেতাদের মাঝে অনীহা দেখা দিয়েছে। এ জন্য দায়ী করা হচ্ছে পণ্যটির রেকর্ড মূল্যবৃদ্ধিকে।

সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের বাজারদর ব্যারেলপ্রতি ৮০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে, যা তিন বছরের সর্বোচ্চ।

বিশ্বের অন্যান্য প্রান্তে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদায় পুনরুদ্ধার ঘটলেও পিছিয়ে পড়ছে শীর্ষ আমদানিকারক অঞ্চলটি। দ্বিতীয় মাসের মতো কমতে বসেছে অঞ্চলটির আমদানি।

সেপ্টেম্বরে এশিয়ায় কী পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে তা এখনো চূড়ান্তভাবে নিরূপণ করা হয়নি। তবে পণ্যবাজার পরামর্শক প্রতিষ্ঠান কেপলার এক প্রাক্কলনে জানায়, চলতি বছরের আগস্টে এশিয়ার দেশগুলো সমুদ্রপথে সব মিলিয়ে দৈনিক ৩ কোটি ২৩ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল। কিন্তু সেপ্টেম্বরে আমদানি কমে দৈনিক ৩ কোটি ১৭ লাখ ১০ হাজার ব্যারেলে নেমে যেতে পারে। কেপলারের এ প্রাক্কলন যদি মিলে যায়, তবে দৈনিক ব্যারেলের ভিত্তিতে এটি হবে চলতি বছরের দ্বিতীয় সর্বনিম্ন আমদানি। এর আগে জুলাইয়ে রেকর্ড সর্বনিম্ন আমদানি করা হয়েছিল। ওই সময় আমদানির পরিমাণ দাঁড়ায় দৈনিক ৩ কোটি ৯ লাখ ১০ হাজার ব্যারেলে।

সানবিডি/এনজে