ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বৃ্দ্ধি নিয়ে আইএমএফ’র সতর্কতা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৩ ১৪:২৪:৪১
বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির ব্যবহার।যদিও মধ্য আমেরিকার এল সালভাদর ছাড়া কোনো দেশই এখনো ভার্চুয়াল এসব মুদ্রার লেনদেন অনুমোদন দেয়নি। তবু থেমে নেই এসব মুদ্রার লেনদেনের বিস্তৃতি। এমন পরিস্থিতিতে ক্রিপ্টোকারেন্সির লেনদেন নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর দ্য গার্ডিয়ান।
এ ব্যাপারে আইএমএফ বলছে, আর্থিক অস্থিতিশীলতা, ভোক্তা প্রতারণা ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকি তৈরি করা ক্রিপ্টোকারেন্সির দ্রুত বৃদ্ধি রোধে কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজন। ২০২০ সালের শুরু থেকে ডিজিটাল কিংবা ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টো সম্পদের মূল্য ১০ গুণ বেড়ে ২ লাখ কোটি ডলারে উন্নীত হয়েছে। এ বৃদ্ধি ঠেকাতে সরকারগুলোর আরো সক্রিয় এবং তহবিল তত্ত্বাবধান করা প্রয়োজন।
গত মাসে চীন সব ধরনের ক্রিপ্টোকারেন্সির লেনদেন অবৈধ ঘোষণা করে। তবে আইএমএফ বলেছে, উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিগুলো ক্রিপ্টোকারেন্সি লেননেদের পথে হাঁটতে পারে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি নিয়ন্ত্রণের ক্ষমতা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে এবং আর্থিক স্থিতিশীলতায় সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছে।
সানবিডি/এনজে