শৃঙ্খলা ভঙ্গে গাজীপুর সিটি মেয়রকে শোকজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৩ ১৬:০৫:৩২
আওয়ামী লীগের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে শোকজ করেছে আওয়ামী লীগ।
রোববার (৩ অক্টোবর) দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে নানা মন্তব্য করে আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম।
সানবিডি/ এন/আই