বিসিবির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ১৭:৪০:৩৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে নির্বাচন থেকে সরে দাঁড়ানো একজন ছাড়া বাকি সবাই বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। নির্বাচনে ২৩টি পদে মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেবেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এর আগে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ছিল।
মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ান শওকত আজিজ রাসেল। আম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শওকত আজিজ রাসেল ক্লাব ক্যাটাগরি থেকে বিসিবির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
বিসিবির সাধারণ নির্বাচনে তিন ক্যাটাগরিতে ২৩টি পদে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্রের ফরম সংগ্রহ এবং জমা দিয়েছিলেন। তাদের মধ্য থেকে সরে দাঁড়ানো শওকত আজিজ রাসেল ছাড়া বাকি সকলের প্রার্থীতা বৈধ হিসেবে গণ্য হয়েছে।
ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হবেন ১২ জন। এই ১২ জনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭ জন। শওকত আজিজ নাম প্রত্যাহার করে নেওয়ায় এ ক্যাটাগরিতে পরিচালক পদপ্রার্থীর সংখ্যা এখন ১৬ জন। এ ক্যাটাগরি থেকেই নির্বাচন করছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর (বুধবার)। ওইদিন প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করা হলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে পরদিন ৭ অক্টোবর (বৃহস্পতিবার)।
সানবিডি/ এন/আই