ফের গোল বারে মেসির ফ্রি কিক, পিএসজির হার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৩ ১৯:৫৭:১৮
আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি কিক থেকে লিড পেতে পারতো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোল বার। যে কারণে পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোল।
দুর্ভাগ্য পিএসজির। তাই তো দ্বিতীয়ার্ধে বল জালে জড়ালেও, সেটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। দুইবার এমন ভাগ্য বিড়ম্বনার ম্যাচে আর গোল করতে পারেনি পিএসজি। তবে বসে থাকেনি প্রতিপক্ষ রেনে। দুই অর্ধে দুই গোল করে হারিয়ে দিয়েছে তারকাবহুল পিএসজিকে।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর গোল করেন বা না করেন, পরাজয়ের দেখা অন্তত পেতে হয়নি মেসিকে। আজ (রোববার) ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে পিএসজির জার্সিতে প্রথম হারও দেখে ফেললেন তিনি। রেনের কাছে পিএসজি হারলো ০-২ ব্যবধানে।
রেনের মাঠে খেলা ম্যাচটিতে অন্তত ১৩ বার গোলের প্রচেষ্টা চালিয়েছে পিএসজি। কিন্তু একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। এমনকি বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। কিন্তু কাজের কাজ গোল করে ম্যাচ জিতে নিয়েছে টেবিলের নিচের দিকের দল রেনে।
ম্যাচের ৩০ মিনিটের সময় ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হন মেসি, ফ্রি কিকের বাঁশি বাজান রেফারি। প্রায় ২৫ গজ দূর থেকে স্বভাবসুলভ বাঁকানো শট নেন মেসি, পরাস্ত করেন গোলরক্ষককেও। কিন্তু ক্রসবারে লেগে বল যায় বাইরে, গোলবঞ্চিত হন মেসি। এর মিনিটপাঁচেক আগে মেসির পাস থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপে।
সানবিডি/এনজে