নির্ধারিত সময়েই ওমান যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৩ ২০:০৮:৫৩


কোন শঙ্কা ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রোববার রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ।

ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাসকট বিমানবন্দরের সকল ফ্লাইটের সূচি বদল করায় যাত্রা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু মাহমুদউল্লাহর দল নির্ধারিত ১০ টা ৪৫ মিনিটেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়ছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘূর্ণিঝড়ের কারণে গত ১৩ ঘণ্টার সকল ফ্লাইটের সূচি বদল করেছিল বিমান বন্দর কর্তৃপক্ষ। ওই সময় বাংলাদেশ দলকে বহনকারী ফ্লাইটটি ছিল না। তবু বাংলাদেশের যথাসময়ে দেশ ছাড়া নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সকল শঙ্কা কেটে যাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বিসিবিকে যথাসময়ে ফ্লাইটের বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশকে বহনকারী বিমানটি মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। এখন সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে বহনকারী বিমান অবতরণ করবে। সালালাহ ওমানেরই একটা শহর।

সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান বাদে সবাই একসঙ্গে দেশ ছাড়ছেন। আইপিএলে খেলার জন্য সাকিব-মোস্তাফিজ আরব আমিরাতে অবস্থান করছেন। তারা দুজন ৯ অক্টোবর আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া লিটন গত বুধবার স্ত্রীসহ ওমানে গেছেন।

৪ অক্টোবর একদিনের কোয়ারেন্টিন শেষে ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশের অনুশীলন। চার দিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ খেলে পরদিন আবার তারা ওমানে ফিরে আসবে।

১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। বাছাই পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

এএ