কাঁচামরিচের বাজার গরম, কেজি ২৪০ টাকা!

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৪ ১০:২৯:৫৮


হঠাৎ নিত্যপণ্যের বাজারে তো আগুন লাগছে। কাঁচামরিচের কেজি ২৪০ টাকা, বয়লার মুরগির কেজি ১৮০ টাকা, বেগুন-শসার কেজি ৮০ টাকা, পেঁয়াজের কেজি ৬০ টাকা, টমেটোর কেজি ১২০ টাকা, চিনি ও তেলের কেজি ৯০ টাকা।মাত্র কয়েকদিনের ব্যবধানে নিত্যপণ্যের দাম অস্বভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

এদিকে সপ্তাহখানেকের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে পণ্যের মূল্যবৃদ্ধির ফলে নগরবাসীর অনেকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। করোনা সংক্রমণ-রোধে সরকার-ঘোষিত লকডাউন তুলে দেওয়ার পর থেকেই নিত্যপণ্যের দাম বাড়া শুরু হলেও তা মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল।

কিন্তু গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বিভিন্ন পণ্যের দাম ক্রমেই বাড়তে থাকে। পাইকারি বাজারে দাম অপেক্ষাকৃত কিছুটা কম হলেও নিউমার্কেটসহ বড় বড় মার্কেট ও শপিংমলে দাম অনেক চড়া।

রোববার (৩ অক্টোবর) রাতে সরেজমিনে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার পরিদর্শনকালে দেখা যায়, পাশাপাশি দুই দোকানের একটি কাঁচামরিচের কেজি ২০০ টাকা ও আরেকটিতে ২৪০ টাকা দাম হাঁকছেন দোকানিরা।

কারন জানতে চাইলে জাফর আহমেদ নামে একজন দোকানি বলেন, এই মুহূর্তে দেশে কাঁচামরিচের ফলন না থাকা ও ভারত থেকে নিয়ে আসা কাঁচামরিচের চালান আটকেপড়ায় কাঁচামরিচের চাহিদা ও সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে কাঁচামরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

তিনি জানান, গত শুক্রবারও পাইকারি বাজারে কাঁচামরিচের কেজি ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি করেছেন। কেনা দাম বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করছেন তিনি।

মজিদ নামে কাঁচাবাজারের আরেক ব্যবসায়ী জানান, গত তিন-চারদিনে কেজিপ্রতি বেগুন, শসা, পেঁয়াজ, টমেটোসহ প্রায় কাঁচামালের দাম ২০ থেকে ৪০/৫০টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সঙ্গত কারণেই দাম বাড়ছে। এ দাম বাড়ার পেছনে পাইকারি থেকে খুচরা সবক্ষেত্রেই দাম বাড়ছে।

বাজার ঘুরে দেখা গেছে, সরকার চিনি ও তেলের দাম নির্ধারণ করে দিলেও প্রতি কেজি চিনি ও তেল ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সানবিডি/ এন/আই