দুই দিনে কেজিতে ২০ টাকা বেড়েছে পিয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৪ ১৭:৫৮:৫০


হঠাৎ করেই ফের অস্থির হয়ে উঠছে পিয়াজের বাজার।সরবরাহ স্বাভাবিক থাকলেও রাজধানীতে দুই দিনে প্রতি কেজি পিয়াজের দর ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

এ ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, সোমবার প্রতি কেজি দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। গত সপ্তাহে দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। এক মাস আগে প্রতি কেজি পিয়াজ বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৫ টাকা।

আর এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪৩.৬৮ শতাংশ। গত বছর সেপ্টেম্বর মাসের এই সময় প্রতি কেজি পিয়াজের দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা।

এদিকে আমদানি করা পিয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আর এক মাসের ব্যবধানে দাম বেড়ছে ২৩.৫৩ শতাংশ।

পিয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পিয়াজ মজুদ রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এই সময় দাম বাড়ার কোনো কারণ নেই।

সানবিডি/এনজে