১ লাখ ২৫ হাজার অবৈধ মোবাইল ফোন বন্ধের তালিকায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৪ ১৯:১৯:৫৯
দেশের নেটওয়ার্কে গত তিনদিনে ১ লাখ ২৪ হাজার ৮৬১টি অবৈধ মোবাইল ফোন শনাক্ত হয়েছে।গ্রাহক এ সব নতুন মোবাইল ফোন চালুর সঙ্গে সঙ্গেই বার্তা পেয়েছে। সব মিলিয়ে ১ লাখ ২৫ হাজার মোবাইল ফোন এখন বন্ধের তালিকায় রয়েছে। এর মধ্যে বেশ কিছু অবৈধ মোবাইল ফোন সোমবার (৪ অক্টোবর) বন্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সব অবৈধ সব মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে।
নতুন প্রযুক্তি চালুর পর ১ অক্টোবর দেশের নেটওয়ার্কে ১ লাখ ২৩ হাজার ৭৫টি নতুন হ্যান্ডসেট যুক্ত হয়েছে। এর মধ্যে বৈধ ফোন ৭৮ হাজার ৮৭৬টি ও অবৈধ ফোন ৪৪ হাজার ১৯৯টি। ২ অক্টোবর দেশের নেটওয়ার্কে যুক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৮৯টি মোবাইল ফোন। এর মধ্যে বৈধ ফোন ৬৬ হাজার ৬৬ হাজার ৩২৬টি ও অবৈধ ফোন ৩৭ হাজার ৬৬৩টি।
৩ অক্টোবর নতুন করে মোবাইল যুক্ত হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৮৮টি। এর মধ্যে বৈধ হ্যান্ডসেট ৭৯ হাজার ৫৮৯টি ও অবৈধ ফোন ৪২ হাজার ৯৯৯টি।
এ ব্যাপারে বিটিআরসি জানিয়েছে, গত তিনদিনে ১ লাখ ২৫ হাজার অবৈধ মোবাইল হ্যান্ডসেট দেশের নেটওয়ার্কে শনাক্ত হয়েছে। এ সব গ্রাহকরা তার ফোনটি যে অবৈধ সেই মেসেজ পেয়েছে। এ সব সেট এখন বন্ধের তালিকায় রয়েছে।
সানবিডি/এনজে