বাংলাদেশে শতকরা ২০০ ভাগ চীনা বিনিয়োগ বৃদ্ধি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৪ ২০:০৮:৪৪


বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের মতে, এক বছরে চীনের সরাসরি বৈদেশিক বিনিয়োগ শতকরা ২০০ ভাগ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে।গত সাত মাসে এর পরিমাণ ৪১ কোটি ৮০ লাখ ডলার।

তিনি আরো বলেছেন, বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টের তৃতীয় বড় বাজার হয়ে উঠেছে চীন।

সম্প্রতি ভার্চ্যুয়াল মাধ্যমে চাইনিজ এন্টারপ্রাইজেজ এসোসিয়েশন বাংলাদেশের (সিইএবি) সপ্তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান এবং চায়না-বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড কোঅপারেশন ফোরাম ২০২১-এ বক্তব্য রাখছিলেন চীনা রাষ্ট্রদূত।

এ খবর দিয়েছে অনলাইন ফ্যাশন টু ফ্যাশন। রাষ্ট্রদূত আরো বলেছেন, কোভিড-১৯ মহামারির মধ্যেও আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৈশ্বিক প্রবণতা ধরে রেখেছে। এমন এক সঙ্কটময় সময়ে চীন-বাংলাদেশ সহযোগিতার স্বাভাবিক অবস্থা এবং প্রাণশক্তির প্রকাশ ঘটিয়েছে এই প্রবণতা।

এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য হয়েছে ১৩০০ কোটি ডলার। বার্ষিক হিসাবে তা শতকরা ৫৮.৯ ভাগ বেশি। একই সময়ে বাংলাদেশে নিবন্ধিত চীনা কন্ট্রাক্টররা ৩১৮ কোটি ডলার আয় করেছেন। যা শতকরা ৫৯.৫ ভাগ বেশি। বাংলাদেশ থেকে চীনে শতকরা ৯৭ ভাগ রপ্তানিতে শূন্য শুল্কহার সুবিধা দেয়া হয়েছে এবং তা কার্যকর হয়েছে। এর পর চীনে বাংলাদেশের চালান দুই অংকে উন্নীত হয়েছে।

সানবিডি/এনজে