প্রথম ডোজ টিকা নেওয়া ঢাবি শিক্ষার্থীরা মঙ্গলবার হলে উঠতে পারবেন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-০৪ ২০:১৫:৪৫


করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের আবাসিক শিক্ষার্থীরা আগামীকাল থেকে হলে উঠতে পারবেন।

সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে শিক্ষার্থীরা উঠতে পারবেন।

এতে বলা হয়, যে সব শিক্ষার্থী করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্য-বিধি মেনে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দেখিয়ে হলে উঠতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল সকাল ১০টায় বিজয় একাত্তর হল এবং সকাল সাড়ে ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করবেন।

এএ