সূচক নয়, পিই দেখে বিনিয়োগ করার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১০-০৪ ২১:৩৭:৩০


সূচক নয়, কোম্পানির প্রাইস আর্নিং রেশিও (পিই) দেখে পুঁজিবাজারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, গত মাস দুয়েক ধরে খাত ভিত্তিক শেয়ারের দাম বাড়ছে। ফলে ইনডেক্সও বাড়ছে। ইনডেক্স বৃদ্ধিকে কেন্দ্র করে কেউ কেউ বাস্তবতার বাইরে গিয়ে পুঁজিবাজারকে অতিমূল্যায়িত হয়েছে বলে সমালোচনা করছে। কিন্তু বাস্তব চিত্র হলো পুঁজিবাজার অতিমূল্যায়িত না। তাই বাজার নিয়ে আতঙ্কিত হবেন না।

সোমবার (৪ অক্টোবর) আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২১’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ‘Role of Sustainable Finance and Fraud & Scam Prevention in protecting the interest of the Investors and Investors awareness’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বিএসইসি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।

শিবলী রুবাইয়াত বলেন, দেশের অর্থনীতি, জিডিপি ও মাথাপিছু আয় যে হারে উন্নতি হয়েছে, সে হারে কিন্তু পুঁজিবাজার বাড়েনি। কিন্তু কেউ এ বিষয়গুলোর সঙ্গে তুলনা করে না।

তিনি বলেন, সিকিউরিটিজের দর বাড়লে মূল্যসূচক বাড়ে-এটাই স্বাভাবিক। তাই শুধু এই সূচক দিয়ে বাজারকে বিবেচনা করা ঠিক হবে না। মূল্য-আয় (পিই) অনুপাতকে বিবেচনায় নিতে হবে। এ বিবেচনায় পু্ঁজিবাজার অতিমূল্যায়িত না।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের সাধারণ বিনিয়োগকারীরা ইনডেক্স দেখে আনন্দিত বা হতাশাগ্রস্ত হয়। কিন্তু একটা মার্কেটের জন্য ইনডেক্স সাইজ বড় বিষয় না। কোম্পানিগুলোর হেল্থ ভালো করছে কিনা, ভালো ইন্টারেস্ট পাওয়ার জায়গাটা তৈরি হচ্ছে কিনা এসব বিষয়ে নজর রাখা উচিত।

তিনি বলেন, আমাদের মধ্যে অনেক অসাধু ব্যক্তি আছে যারা মার্কেটের ইনডেক্সকে আতঙ্ক রুপে দেখিয়ে মার্কেটে প্যানিক তৈরি করতে চায়। মার্কেট প্যানিক তৈরি করলে বিনিয়োগকারীরা কখনোই লাভবান হবে না। এতে কেবল সুবিধাভোগীরাই লাভবান হবে। আমাদের সাধারণ বিনিয়োগকারীদের এই বিষয়টি বুঝতে হবে।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমরা বিদেশে রোড শো করেছি আমাদের অর্থনীতির অবস্থানকে বর্হিবিশ্বে প্রচার করার জন্য। আমাদের অনেক সম্ভাবনাময় খাত রয়েছে, যেগুলো অনেক ভালো করছে। যা বিদেশে জানানোর জন্যই আমরা রোড শো করছি।

তিনি বলেন, আমরা যেসব দেশে রোড শো করেছি সেসব দেশে আমাদের দেশের অর্থনীতি, আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধরণা দিতে পেরিছি বলে মনে করছি। তাছাড়া সেসব দেশ থেকে বিনিয়োগ পাওয়ার আশ্বাসও পেয়েছি।

তিনি আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এগিয়ে আসেন। তারা পুঁজিবাজারের খোঁজখবর রাখেন। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহযোগিতা করেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

বর্তমান কমিশন পুঁজিবাজারকে এগিয়ে নিতে নতুন নতুন পণ্য আনার চেষ্টা করছে। এছাড়া কমিশন বাজারের বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে ও বিনিয়োগের রিটার্ন নিশ্চিতে কাজ করছে। একইসঙ্গে সুশাসনে জোরদার করছে কমিশন, বলেন বিএসইসি চেয়ারম্যান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট ও এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান। এছাড়াও বক্তব্য রাখেন কমিশনার ড. মিজানুর রহমান ও কমিশনার আব্দুল হালিম।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ