সরবরাহ সংকটে দেশে পেঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৫ ১৫:৩৭:১৭
ভারতে যেসব এলাকায় পেঁয়াজ উৎপাদন বেশি হয় সে এলাকাগুলোতে বন্যার কারণে এবার আবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। সরবরাহ সংকট দেখা দেয়ায় বাংলাদেশে মসলা পণ্যটির দাম হঠাৎ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। দ্রুত বিকল্প উৎস থেকে আমদানি না করলে আগের বছরের ন্যায় এবারো পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা দেখা দেবে বলে শঙ্কা ব্যবসায়ী ও ভোক্তাদের।
দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সোমবার ভারতীয় নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে। যদিও কয়েক দিন আগে একই মানের পেঁয়াজের কেজিপ্রতি পাইকারি মূল্য ছিল ৪০ টাকা। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে মিয়ানমার থেকে আমদানি হওয়া পেঁয়াজের কেজিপ্রতি দাম প্রায় ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। আমদানীকৃত পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশীয় পেঁয়াজের ওপরও। দেশীয় পেঁয়াজের দাম প্রায় সমপরিমাণ বেড়ে ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
সানবিডি/এনজে