১৬ হাজার আফগান পাবেন তুরস্কের দেয়া খাদ্য সহায়তা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৫ ১৭:৪৪:৫৮


আফগানিস্তানে চলমান সংকটের মধ্যে দেশটিতে ৩৩ টন খাদ্য সহায়তা দিয়েছে তুরস্ক। যা ১৬ হাজার আফগানের এক মাস খাদ্যের চাহিদা মেটাবে ।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

সোমবার তুরস্কের রেড ক্রিসেন্ট এসব সহায়তা কাবুলে এক অনুষ্ঠানের মাধ্যম দেশটিতে সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়।

এই খবরে বলা, এসব খাবার ১৬ হাজার মানুষের এক মাসের চাহিদা মেটাবে।

কাবুলে তুরস্কের রাষ্ট্রদূত  জিহাদ এরগিনে বলেন, সামনের মাসগুলোতে আরও সহায়তা দেওয়া হবে।

খাদ্য সহায়তা তুলে দেওয়ার সময় এরগিনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

আফগান রেড ক্রিসেন্টের প্রধান সেফাতুল্লাহ কোরাইশি তুরস্কের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

সানবিডি/এনজে