কোয়ালিটি রিকগনিশন এ্যাওয়ার্ড পেল ইউসিবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৬ ১৭:০৭:১১


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) জেপি মর্গান কর্তৃক ২০২১ ইউএস ডলার ক্লিয়ারিং এমটি২০২ কোয়ালিটি রিকগনিশন এ্যাওয়ার্ড লাভ করেছে। বুধবার (৬ অক্টোবর) ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিলের নিকট সম্মাননা তুলে দেন জেপি মর্গানের এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অফ বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিস জনাব সাজ্জাদ আনাম।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন; ইউসিবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশন ও অফশোর ব্যাংকিং এর প্রধান জনাব মুমতাজ আহমেদ; জেপি মর্গানের ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপ হোলসেল পেমেন্টস, এ্যাসোসিয়েট জনাব মোঃ আমিরুল ইসলাম এবং জেপি মর্গানের ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপ হোলসেল পেমেন্টস, এ্যানালিস্ট জনাব সাত্তার মোঃ ইমন। বিজ্ঞপ্তি

এএ