সৌদির ১ দশমিক ৩ ট্রিলিয়ন মূল্যের স্বর্ণ উত্তোলনের সম্ভাবনা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৭ ১৪:২১:৪৫


সৌদি আরবে মূল্যবান ধাতু স্বর্ণের বিশাল ও বৈচিত্র্যময় মজুদ রয়েছে। এসব মজুদ থেকে প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন মূল্যের ৩২৩ দশমিক ৭ টন স্বর্ণ উত্তোলনের সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির সরকারি তথ্য বলছে, সৌদি আরবে সাতটি কারখানায় স্বর্ণ ও রৌপ্যের বার তৈরি করা হয়। এসব কারখানায় ১৮৬ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে।

সৌদি ভিশন-২০৩০ ঘোষণার পর থেকেই স্বর্ণ উত্তোলনে সফলতার মুখ দেখছে দেশটি। এই ভিশনে উত্তোলন খাতকে শক্তিশালী করতে জোর দেয়া হয়েছে। আগামী বছরগুলোতে স্বর্ণ উত্তোলন রেকর্ড পর্যায়ে পৌঁছবে বলে প্রত্যাশা করছে সৌদি আরব।

সম্প্রতি সৌদি আরবের শিল্প ও খনিজসম্পদ মন্ত্রণালয় নতুন ১২টি স্থান থেকে স্বর্ণ উত্তোলনের অনুমোদন দিয়েছে। বর্তমানে এসব উৎস থেকে স্বর্ণ উত্তোলনে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ চলছে।

সানবিডি/এনজে