টানা ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৭ ১৫:৫২:২৭
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ছয়দিন আমদানি রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এছাড়া ভারতের হিলি এক্সপোস্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারি স্বাক্ষরিত একটি পত্র বাংলা হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়।
পত্রে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর ছয়দিন ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর প ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
সানবিডি/এনজে