মালিতে হামলায় ১৬ সৈন্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৭ ১৭:৩২:২২
মালির মধ্যাঞ্চলে বুধবারের হামলায় ১৬ সৈন্য নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
মালি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে বিস্ফোরক হামলা চালানো হয়। এরপর উভয়পক্ষে বড় ধরনের বন্দুকযুদ্ধ চলে। এতে ১৫ হামলাকারী নিহত এবং ২০টি মোটর সাইকেল আটক করা হয়।
এ হামলার জন্য জিহাদীদের দায়ী করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী নয়জনের নিহত হওয়ার কথা জানালেও একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র নিহতের এ সংখ্যাটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০১২ সালে জিহাদীদের তৎপরতা প্রথম শুরুর পর থেকে মালি কর্তৃপক্ষ তা দমনে চেষ্টা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত হাজার হাজার সামরিক ও বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে।
জাতিসংঘ ও ফ্রান্সের হাজার হাজার সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও এই সহিংসতা মালির মধ্যাঞ্চলকে গ্রাস করেছে এবং ছড়িয়ে পড়েছে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও।
এএ