বাংলাদেশের টিকা সনদের অনুমোদন দিলো যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৮ ১১:১২:৩৩
বাংলাদেশের করোনা টিকার সনদকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম।
শুক্রবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন আরও জানিয়েছে, দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে স্বীকৃতির এই সিদ্ধান্ত কার্যকর হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
আগামী ১১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের দুই ডোজ টিকা নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর ১০ দিন হোটেল কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। যুক্তরাজ্যে প্রবেশে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের করোনা’র দুই ডোজ টিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এএ