কে পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার?

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৮ ১৪:৫৮:৪১


বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদক হিসেবে বিবেচনা করা হয় নোবেল শান্তি পুরস্কারকে। সোমবার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ীর নাম।

চলতি বছর পুরস্কারটি কার হাতে উঠবে তা নিয়ে চলছে আলোচনা।

টাইম ম্যাগাজিন জানায়, চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জয়ের দৌড়ে রয়েছে ৩২৯ ব্যক্তি বা প্রতিষ্ঠান। তবে পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে— বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বেলারুশের মানবাধিকারকর্মী সেভেতলানা তিখানোভস্কায়া, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি।

এদের যে কারও হাতে উঠতে পারে চলতি বছরের নোবেল পুরস্কার, ধারণা করছে ম্যাগাজিনটি।

এর আগে ২০২০ সালে পুরস্কারটি পেয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

এএ