এবার চাষিরা আখ বিক্রি নিয়ে দুশ্চিন্তায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৯ ১২:০৫:২৫


দেশের ছয়টি চিনিকল বন্ধের প্রভাব পড়েছে আখচাষিদের ওপর। মিল বন্ধ থাকায় উৎপাদিত আখ সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন চাষিরা। বাধ্য হয়েই বিভিন্ন হাট-বাজারে অল্প দামে বিক্রি করছেন তারা।

মিল বন্ধ থাকায় এ বছর পাবনা চিনিকল এলাকার কৃষকদের উৎপাদিত আখ সরবরাহের দায়িত্ব নেবে না বলে জানিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। আর পাবনার নিকটবর্তী গোপালপুর চিনিকলে গত বছর কৃষকরা আখ সরবরাহ করতে পারলেও এ বছর এখনও সুনির্দিষ্ট নির্দেশনা পাননি। ফলে উৎপাদিত আখ এখন চাষিদের গলার কাটায় পরিণত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে পাবনা জেলার মিল জোন এবং নন-মিল জোন মিলে আখ চাষ হয়েছিল ৩ হাজার ২৯৯ হেক্টর জমিতে। মিলে চিনি উৎপাদন বন্ধ ঘোষণার পর ২০২১-২২ অর্থবছরে জেলায় মোট ১ হাজার ৩৬৮ হেক্টর জমিতে আখ আবাদ করা হয়েছে। উৎপাদন হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৫৫৬ মেট্রিক টন।

মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২০-২১ মাড়াই মৌসুমে আখ মাড়াই স্থগিত ঘোষণা করা হয়। এই মৌসুমে মিল জোন থেকে প্রায় ৩০ হাজার টন আখ পার্শ্ববর্তী মিলগুলোতে সরবরাহ করা হয়। এর আগে ২০১৯-২০ মাড়াই মৌসুমে পাবনা সুগার মিলে ১ লাখ টন আখ মাড়াই করা হয়েছিল।

পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন বলেন, পাবনা চিনিকলের অন্তর্গত ১০টি চিনি উৎপাদনের জোন আছে। তবে উৎপাদন কম হওয়ায় এ বছর মিলের নিকটবর্তী চারটি আখ উৎপাদন জোনকে পাবনার নিকটবর্তী গোপালপুর চিনিকলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। ফলে কৃষকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

যে চারটি জোন নাটোরের সঙ্গে সংযুক্ত হয়েছে সেগুলো হলো- ঈশ্বরদী জোন, মুলাডুলি জোন, লক্ষ্মীকুন্ডা জোন ও মিলগেট জোন। এসব জোনের আওতাধীন কৃষকরা নির্ধারিত সময়ে আখ সরবরাহ করতে পারবেন বলে জানান তিনি।

পাবনা সুগার মিলের আখচাষি সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী দিলু জানান, তিনি গত বছর আটঘরিয়ায় ২৮ বিঘা জমিতে আখের আবাদ করেছিলেন। মিল বন্ধ ঘোষণার পর উৎপাদিত আখ নিয়ে অনেক ভোগান্তি হয়েছে। শেষমেষ নাটোরের চিনিকলে সরবরাহ করেছিলেন।

সরেজমিনে দেখা যায়, গত মৌসুম থেকে পাবনা চিনিকলে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় অযত্ন-অবহেলায় পড়ে আছে পাবনা সুগার মিলের শতাধিক কোটি টাকার সম্পদ। পরিচর্যার অভাবে মিলের পুরো এলাকা আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। মিলের যন্ত্রপাতিতে মরিচা ধরে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। দ্রুত মিল চালু করা না গেলে মিলের অধিকাংশ যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে বলে মনে করছেন মিলের সঙ্গে জড়িত কর্মকর্তা ও কৃষকরা। কৃষকদের স্বার্থে মিলের উৎপাদন পুনরায় চালু করার দাবি করেন তারা।

পাবনা সুগার মিলের আখচাষি সমিতির সভাপতি শাজাহান আলী পেঁপে বাদশা বলেন, কৃষকদের স্বার্থে দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল আখের উৎপাদন অব্যাহত রাখার জন্য বন্ধ মিল চালু রাখা দরকার। বন্ধ মিল চালু করা না হলে এসব মিলের সঙ্গে জড়িত কৃষকরা দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল আখের উৎপাদন করবে না। পাশাপাশি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় বন্ধ মিলের শত কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এতে সরকারও লোকসানে পড়বে।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল কাদের বলেন, চিনিকল বন্ধ থাকলেও আখচাষিদের তেমন ক্ষতি হবে না। কৃষকদের আখ উৎপাদন অব্যাহত রাখতে বলা হয়েছে। আখ দিয়ে গুড় বানিয়ে বাজারজাত করতে বলা হচ্ছে। কারণ বাজারে গুড়ের চাহিদা ব্যাপকহারে বেড়েছে। গুড়ের কারখানা তৈরি করতে আমরা উদ্যোগ নিচ্ছি। তবে চিনিকলটি চালু হলে সবার জন্য ভালো হবে।

সানবিডি/ এন/আই