জামালপুরে জাল ডলারসহ আটক ১

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-০৯ ১২:৩৫:৪২


জামালপুরে ২২ জাল নোটসহ মো. আজগর আলী (৪৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

আটক আজগর আলী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৪ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে জামালপুর সদর উপজেলার মাদারপুরে অভিযান চালানো হয়। এ সময় ২২ জাল নোট (দুই হাজার ২০০ ডলার) জব্দ ও আজগর আলীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক আজগর আলী দীর্ঘদিন ধরে ময়মনসিংহ ও জামালপুরের বিভিন্নস্থানে জাল ডলার বিক্রির করতো। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা হয়েছে।

সানবিডি/ এন/আই