মিউচ্যুয়াল ফান্ডকে ১০ গুণ বাড়াতে কাজ করছে বিএসইসি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৯ ১৪:২১:৪২
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের মিউচ্যুয়াল ফান্ড আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আমরা এই সেক্টরটা নিয়ে অনেক আশাবাদি। মিউচুয়াল ফন্ডের ভালো করার অনেক সুযোগ আছে। মিউচ্যুয়াল ফান্ডকে ১০ গুণ বাড়াতে কাজ করছে আমাদের কমিশন।
শনিবার বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০২১ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত এক ভার্চুয়াল ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিউচ্যুয়াল ফান্ড সেক্টরে যা প্রয়োজন আইন সঙ্গত সব সমাধান আমরা দিবো। যারা মার্কেটে ভালো করছে এবং ভালো রিটার্ন দেয় তাদের আমরা সব সুযোগ সুবিধা দিবো। মিউচ্যুয়াল ফান্ড এখন অনেক ভালো করছে। বিগত দিনগুলোতে ভালো রিটার্ন দিচ্ছে। মিউচ্যুয়াল ফান্ডে এখন সমস্যা হচ্ছে প্রচার নাই। যার কারণে বিনিয়োগ বাড়ছে না। অনেকে আমাকে ফোন করেন কোন মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করবো কোন মিউচ্যুয়াল ফান্ডটা ভলো? যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, ইন্ডিয়াতে মিউচ্যুয়াল ফান্ডের বিজ্ঞাপন দেয়। তারা প্রচার করে এবং ভালো এগিয়ে যাচ্ছে। আমাদেরকে এই ফান্ডকে এগিয়ে নিয়ে যেতে প্রচার কাজ বাড়াতে হবে। আমরা এই সেক্টরকে সুযোগ দিবো আপনারা এগিয়ে আসেন। এই সেক্টরকে এগিয়ে নিতে সবাই একসাথে কাজ করবো।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ব্যাংক এবং ফাইনান্স সেক্টর যেনো মনে না করেন ক্যাপিটাল মার্কেট বড় হলে আপনাদের সমস্যা হবে বরং ক্যাপিটাল মার্কেট বড় হলে আপনাদের ও ভালো হবে। দেশের ইকোনমিতে যারা রেগুলেটর আছে তারা যদি এক হয়ে কাজ করে তাহলে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে। আগামি ১০ বছরে আমরা আরো এগিয়ে যেতে সকল ইকোনমি সেক্টরের সহযোগিতার আহ্বান জানান তিনি।
এএএমসিএমএফের প্রেসিডেন্ট হাসান ইমাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টও মোহাম্মদ আরফান আলী, আইসিবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল হোসাইন, রেনেটা লিমিটেডের সিইও সাঈদ এস কায়সার কবিরসহ অনেকে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস