অধ্যক্ষ নিজেই পরিচ্ছন্ন করলেন তাড়াশ ডিগ্রি কলেজ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-১০-০৯ ১৫:০৬:৩৫


“পরিচ্ছন্ন পরিবেশ, মর্যাদার আসনে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তাড়াশ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আজ “দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্নতা, সবুজায়ন ও গার্ডেনিং কর্মসূচি-৫” পালন করে পরিবেশবাদী সংগঠন ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন ও সামাজিক সংগঠন গরিব ফাউন্ডেশন।

দীর্ঘ দেড় বছর পর সম্প্রতি সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। সিজিএফ-জিএফ মনে করে একটি পরিস্কার পরিচ্ছন্ন দেশ বিনির্মাণে তরুণদের উদ্বুদ্ধ করার বিকল্প নেই। সে প্রত্যয়ে সিজিবি তাড়াশ ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় এবং লংকা বাংলা ফাইনান্স লিমিটেড এর আর্থিক সহযোগিতায় উক্ত কর্মসূচির পালন করা হয়েছে।

এ সময় কলেজের অধ্যক্ষ ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান নিজ হাতে ময়লা-আবর্জনা পরিচ্ছন্ন করে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন। অতঃপর দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের অংশ গ্রহণে মুহুর্তেই পরিচ্ছন্ন হয়ে যায় কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত ছাত্রছাত্রীদের সিজিবির সবুজ শপথ পাঠ করার কলেজের উপাধ্যক্ষ ডেইজি মিলন।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সিজিবির সমন্বয়ক প্রভাষক জালাল উদ্দিন; সিজিবি তাড়াশ ইউনিটের প্রধান সমন্বয়ক প্রভাষক মোঃ সরোয়ার হোসেন এবং সিজিবির সমন্বয়ক প্রভাষক সুলতান মাহমুদ জাহিদ প্রমুখ।

পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ফুল ও ফলের চারা রোপন করা হয় এবং হাত ধৌতকরণ কর্মসূচির মাধ্যমে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের সামাজিক আন্দোলন ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ (সিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এরূপ কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করে। করোনার কারনে এই কর্মসূচি সাময়িক বন্ধ থাকলেও বর্তমানে সিজিবি তার ১২টি ইউনিটের মাধ্যমে সারাদেশে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এরূপ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

সানবিডি/ এন/আই