তুরাগে ট্রলারডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৯ ২০:১৭:১৯
রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনায় চার শিশু ও এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এখনও নিখোঁজ রয়েছেন দুজন।
নিহতদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন,আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
এ বিষয়ে তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখন পর্যন্ত নিখোঁজ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছেন। সর্বশেষ ৪টা ৪৭ মিনিটের দিকে ৭-৮ বছরের একটি ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনও অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।
সানবিডি/এনজে