ফের রেকর্ড দামে এলএনজি ক্রয় বাংলাদেশের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১০ ১০:৫১:২৭


বৈশ্বিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম এখন রেকর্ড সর্বোচ্চ। মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে নিয়ন্ত্রিতভাবে পণ্যটি আমদানি করছে সরকার। সর্বশেষ গত মাসে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। একটি কার্গো এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট) এলএনজির দাম পড়েছে প্রায় ৩২ ডলার করে। এর আগ পর্যন্ত এত দাম দিয়ে এলএনজি ক্রয়ের রেকর্ড নেই বাংলাদেশের। বাকি দুটি কার্গো চলতি মাসেই দেশে এসে পৌঁছার কথা রয়েছে। এ দুই কার্গোয় এলএনজির দাম পড়েছে আরো বেশি।

দেশের উদ্দেশ্যে বর্তমানে যে দুটি কার্গো আসছে, তার একটি সরবরাহ করছে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া। অন্যটি গানভর। ভিটল থেকে আমদানীকৃত কার্গোয় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়েছে ৩৫ ডলার ৮৯ সেন্ট (সর্বশেষ বিনিময় হার অনুযায়ী বাংলাদেশী মুদ্রায় ৩ হাজার ৬৯ টাকা) করে। অন্যদিকে গানভরের সরবরাহকৃত কার্গোয় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ৩৬ ডলার ৯৫ সেন্ট (৩ হাজার ১৬০ টাকার সমপরিমাণ) করে। সব মিলিয়ে এ তিন কার্গো এলএনজি কিনতে পেট্রোবাংলার ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।

সানবিডি/এনজে