ব্লক মার্কেটে লেনদেন ৫১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১০ ১৬:১৫:১৯


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানির ৫১ কোটি ১১ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ ২১ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আল আরাফা ইসলামি ব্যাংকের ১১ কোটি ১৬ লাখ ৭৫ হাজার টাকার।

এছাড়া, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকার, এসিআই ফার্মার ৩ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২ কোটি ২১ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকার, কেডিএস অ্যাকেসরিজের ১ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকার, সোনালী পেপারের ১ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৯১ লাখ ২৮ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৭১ লাখ ৩০ হাজার টাকার, আলিফে ম্যানুফ্যাকচারিংয়ের ৩৯ লাখ ১৩ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৩৩ লাখ টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ২০ লাখ ৯২ হাজার টাকার, রানার অটোর ২০ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৬ লাখ ২৭ হাজার টাকার, ফর্চুন সুজের ১৫ লাখ ৬৭ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১৫ লাখ ৫৫ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১৫ লাখ ৩০ হাজার টাকার, এসবিএসি ব্যাংকের ১৫ লাখ ৩০ হাজার টাকার, বিএসসির ১৫ লাখ ২৫ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৪ লাখ ২১ হাজার টাকার, এসএস স্টিলের ১৩ লাখ ৯৫ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ১০ লাখ ২৮ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ৯ লাখ ৬৬ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৮ লাখ ১৬ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ৭ লাখ ৭৩ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৭ লাখ ২০ হাজার টাকার, তিতাস গ্যাসের ৭ লাখ ১৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ৯০ হাজার টাকার, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৬ লাখ ৭৫ হাজার টাকার, সিলভা ফার্মার ৬ লাখ ৫২ হাজার টাকার, আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৫০ হাজার টাকার, ইফাদ অটোর ৫ লাখ ৭৬ হাজার টাকার, সামরিটা হসপিটালের ৫ লাখ ৭৩ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৫ লাখ ৬৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস