ভাসানচরে জাতিসংঘের আগমনে রোহিঙ্গাদের আনন্দ মিছিল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১০ ১৯:৪৪:৩৪
এখন থেকে ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের শনিবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ ঘটনায় আনন্দ মিছিল করেছেন ভাসানচরের রোহিঙ্গারা।
আজ রোববার (১০ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ আনন্দ মিছিল করেন তারা। মিছিলটি সিআইসি অফিস (শেল্টার-০৯) থেকে হাসপাতাল রোড হয়ে ১ নং রোহিঙ্গা বাজারের সামনে গিয়ে শেষ হয়। ক্যাম্প হেড ফোকালদের নেতৃত্বে রোহিঙ্গারা এ আনন্দ মিছিলের আয়োজন করেন।
জাতিসংঘ ও শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে স্বাগত জানিয়ে মিছিলে শ্লোগান দেন রোহিঙ্গারা। ‘ওয়েলকাম ইউএন, ওয়েলকাম ইউএনএইচসিআর, থ্যাংক ইউ ইউএন, উই আর হ্যাপি’ শ্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিলে হাজারেরও বেশি রোহিঙ্গা অংশগ্রহণ করেন।
সানবিডি/এনজে