ফের ধাতব পণ্যের মজুদ উন্মুক্ত করলো চীন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১১ ১৪:১৯:১৩
চতুর্থবারের মতো ফের সরকারি মজুদ থেকে নিলামের মাধ্যমে স্থানীয় বাজারে ধাতব পণ্য বিক্রি করেছে চীন। সর্বশেষ শনিবার ১৫০ টন শিল্প ধাতুর রাষ্ট্রীয় মজুদ উন্মুক্ত করা হয়। মূলত সরবরাহ সংকট মোকাবেলা ও পণ্যের ক্রমবর্ধমান মূল্যে লাগাম টানতে মজুদ উন্মুক্ত করছে দেশটি। খবর বিজনেস রেকর্ডার।
বর্তমানে বিশ্বে শীর্ষ ধাতবপণ্য ব্যবহারকারী দেশ চীন । দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ও উৎপাদকদের নিলামের মাধ্যমে ধাতব পণ্য ক্রয়ের সুযোগ দিচ্ছে। এর মধ্যে সর্বশেষ নিলামে ৩০ হাজার টন তামা, ৭০ হাজার টন অ্যালুমিনিয়াম ও ৫০ হাজার টন দস্তা বিক্রি করা হয়। অনলাইন প্লাটফর্মে এ নিলামের আয়োজন করে রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান চীন মিনমেটাল করপোরেশন ও নরিনকো।
সাধারণত প্রতিবার ১০০-২৫০ টন ধাতব পণ্য নিলামে তোলা হয়। সর্বশেষ নিলামের তথ্য নিশ্চিত করে চীনের ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভস অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, বাজারে সরবরাহ, চাহিদা এবং দামের ওপর ভিত্তি করে অদূরভবিষ্যতেও মজুদ উন্মুক্ত করার ধারা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।
সানবিডি/এনজে