প্রবল স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১১ ১৫:১২:৩১


প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতুর নিরাপত্তা ও নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোতের তীব্রতা কমে এলে আবারো ফেরি চলাচল শুরু হবে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিকেলে স্রোতের গতি মাপা হবে। এরপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে ফেরি চলাচল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সানবিডি/এনজে