টার্মিনালে ট্রাকচাপাই শিশু শ্রমিকের মৃত্যু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১১ ১৯:৩৭:০৪
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মারুফ আলী (১৬) নামে এক শিশু শ্রমিকের মত্যু হয়েছে। আজ সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে তার মৃত্যু হয়। নিহত ওই শিশু ট্রাকের মেরামতকারী বলে জানা গেছে। মারুফ সদর উপজেলার কল্যাণপুরের দেলোয়ার ড্রাইভারের ছেলে।
এ ব্যাপারে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে একটি ট্রাক মেরামতের কাজ করছিল মারুফ। এ সময় অন্য একটি ট্রাক মেরামতের কাজ করা ট্রাকটিকে ধাক্কা দিলে চলতে শুরু করে। এ সময় ট্রাকটি নিহত মারুফকে সামনের একটি দেয়ালের সাথে চাপা দেয়। পরে টার্মিনালে কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
নিহত মারুফের মামা আব্দুর রহিম, বড় ভাই পারভেজ ও ট্রাক টার্মিনালের ম্যানেজার জানান, মারুফের লাশ কাটাকাটি (ময়নাতদন্ত) করতে দিবেন না। তাই এ বিষয়ে তারা কোনো অভিযোগ করবেন না।
সানবিডি/এনজে