৭ শতাংশ কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের মজুদ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১২ ১৪:১৩:৫০


আশঙ্কার চেয়েও বেশি কমেছে মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ। রফতানি চাহিদায় উল্লম্ফন ও উৎপাদন সমান্তরাল থাকায় সেপ্টেম্বরে মজুদ ৬ দশমিক ৯৯ শতাংশ কমে যায়। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে বোর্ড জানায়, পাম অয়েলের দাম বর্তমানে সর্বকালের সর্বোচ্চের কাছাকাছি। এর মধ্যেই মজুদ কমে যাওয়ায় দাম আরো বেড়েছে। মালয়েশিয়া বৈশ্বিক পাম অয়েল উৎপাদনে দ্বিতীয়। সেপ্টেম্বরে ভোগ্যপণ্যটির মজুদ কমে ১৭ লাখ ৫০ হাজার টনে নেমেছে। ১৪ মাসের সর্বোচ্চে ওঠার পর প্রথমবার মজুদ হ্রাসের ঘটনা ঘটল।

এমপিওবির তথ্য বলছে, সেপ্টেম্বরে অপরিশোধিত পাম অয়েল উৎপাদন কিছুটা কমেছে। আগস্টের তুলনায় উৎপাদন দশমিক ৩৯ শতাংশ কমে ১৭ লাখ টনে পৌঁছেছে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে রফতানি বাড়িয়েছে মালয়েশিয়া। সেপ্টেম্বরে দেশটি ১৬ লাখ ৩০ হাজার টন পাম অয়েল রফতানি করে, যা আগের মাসের তুলনায় ৩৯ দশমিক ৯ শতাংশ বেশি।

সানবিডি/এনজে