দোহায় ইইউ’র সঙ্গে বৈঠকে বসছে তালেবান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১২ ১৫:১৯:১৫
মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তালেবানের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের নতুন সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি । সোমবার দোহায় সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউমেনিটেরিয়ান স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান আমির মুত্তাকি। খবর এএফপির
এসময় তিনি বলেন, আমরা মঙ্গলবার ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করব। এর আগে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে বলেও জানান তিনি। তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে চায় বলেও উল্লেখ করেন আমির মুত্তাকি।
গত শনিবার ও রোববার দোহায়ই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তালেবান প্রতিনিধিরা। বলা হচ্ছে, সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে এ বৈঠক আয়োজন করা হয়।
সানবিডি/এনজে