জার্মানির কোলন শহরে মাইকে আযান প্রচারের অনুমতি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১২ ১৯:৩৫:৩৭
জার্মানির কোলন শহরে মাইকে আযান প্রচারের অনুমতি দিয়েছে শহরটির কর্তৃপক্ষ।তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে। এগুলোর মধ্যে রয়েছে- মুয়াজ্জিনকে আযান দেওয়ার সময় লাইড স্পিকারে শব্দের একটি নির্দিষ্ট মাত্রা অনুসরণ করতে হবে এবং স্থানীয় বাসিন্দাদের আগে থেকে বিষয়টি জানাতে হবে।
এ ব্যাপারে শহরটির মেয়র জানান, মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে শহরটির মসজিদে প্রতি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের আযান মাইকে প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। আপাতত দুই বছরের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে, তবে তা নবায়নযোগ্য।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটির কেন্দ্রীয় এই মসজিদসহ সবমিলিয়ে ৩৫টি মসজিদে শুক্রবার দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট মাইকে আযান প্রচার করা যাবে।
কোলনের মুসলমানেরা আযানের অনুমতি দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। উল্টোদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের সমালোচনাও করছেন কেউ কেউ।
কোলন শহরের এই মসজিদটি কেন্দ্রীয় মসজিদ হিসেবে পরিচিত। এটি ইউরোপের অন্যতম বড় এবং জার্মানির সবচেয়ে বড় মসজিদ।এর আয়তন ৪৫০০ বর্গমিটার। এতে একসঙ্গে দুই থেকে চার হাজার মুসল্লির নামাজ আদায় করতে পারেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এর্দোয়ান মসজিদটি উদ্বোধন করেন।
সানবিডি/এনজে