কারিগরি শিক্ষার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১২ ২০:০৫:২৮
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু। তিনি বলেন, কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) জাহেদী ফাউন্ডেশন কর্তৃক যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শিক্ষামন্ত্রী একথা বলেন।
এ সময় তিনি বলেন, অন্যান্য উদ্যোগের পাশাপাশি দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তিত শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে দরকার হাতে কলমে শিক্ষা যেক্ষেত্রে ল্যাবরেটরি গুরুত্বপূর্ন অবদান রাখবে।
সানবিডি/এনজে