২৫০ কোটি ব্যয়ে ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১২ ২২:১১:৪১


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে নতুন করে ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করতে চায় সরকার এজন্য ২৫২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ‘শি পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন-২য় পর্যায়’ শীর্ষক বিনিয়োগ প্রকল্প হাতে নেয়া হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শিগগিরই প্রকল্পটি অনুমোদন হবে বলে আশা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। অনুমোদন পেলে অধিদপ্তর দেশের ৪৪ জেলার ১৩০টি উপজেলায় এসব উদ্যোক্তা সৃষ্টির কাজ শুরু করবে।

এ ব্যাপারে অধিদপ্তর সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রকল্পটির ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগমের সভাপতিত্বে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে প্রকল্পটির বিষয়ে কিছু বিষয়ে স্পষ্ট করতে বলা হয়েছে। এ স্পষ্টীকরণগুলো পেলেই প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে।

এ প্রকল্পের ‍আওতায় ১০ হাজার ৪০০ নারীকে ‘আইটি সার্ভিস প্রভাইডার’ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া ১০ হাজার ৪০০ নারীকে ‘উইমেন ফ্রিল্যান্সার’ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে, ১ হাজার ৭৫ নারীকে উইমেন কল সেন্টার এজেন্ট-সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়ে এবং ৩ হাজার ২৫০ জন নারীকে উইমেন ই-কমার্স প্রফেশনাল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

সানবিডি/এফজে