চীনের কয়লা বাজারে আধিপত্য ‍বাড়ছে রাশিয়া ও ইন্দোনেশিয়ার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৩ ১৪:১৪:৪৯


চীনের প্রাদেশিক সরকারগুলো অস্ট্রেলিয়ার পরিবর্তে রাশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে কয়লা কিনতে আমদানিকারকদের উৎসাহ জোগাচ্ছে। উদ্দেশ্য স্থানীয় বাজারে সৃষ্ট সংকট কাটিয়ে ওঠা।

স্থানীয় চাহিদা মেটাতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হেইলংজিয়াং হংজিনলং ইলেকট্রিক পাওয়ার ব্যুরো সম্প্রতি রাশিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি হেইহি কনভার্টার স্টেশনের পরিচালন সময় ৫ ঘণ্টা থেকে ১৬ ঘণ্টায় বাড়িয়েছে। স্টেশনটির মাধ্যমে রাশিয়ার আমুর নদী থেকে চীনের হেইলংজিয়াং প্রদেশের হেইহি শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি জানায়, এ উদ্যোগ চলমান বিদ্যুৎ সংকট সমাধানে বড় ভূমিকা রাখবে।

কয়েক বছর ধরেই চীনে কয়লা ও বিদ্যুৎ সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া। সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের চীনা সেন্টার ফর এনার্জি ইকোনমিকস রিসার্চের পরিচালক লিন বোকিয়াং গ্লোবাল টাইমসকে জানান, চীনে অস্ট্রেলিয়ার বড় কয়লার বাজার ছিল। রফতানি বৃদ্ধির মাধ্যমে এ বাজারে নিজেদের অবস্থান পোক্ত করেছে রাশিয়া।

তিনি আরো বলেন, রাশিয়ার বেশির ভাগ কয়লার মজুদ উত্তর-পূর্ব চীনের কাছাকাছি অবস্থিত। এ কারণে রাশিয়া থেকে কয়লা আমদানি করলে পরিবহন ব্যয় সাশ্রয়ের বড় সুবিধা পায় চীন।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রাশিয়া সব মিলিয়ে ১০ কোটি ৭৩ লাখ টন কয়লা রফতানি করে। এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির রফতানি ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে চীনে রফতানি করা হয় ২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টন। গত বছরের একই সময় দেশটিতে রফতানি করা হয়েছিল ১ কোটি ৬২ লাখ টন। অর্থাৎ রাশিয়া থেকে চলতি বছরের প্রথমার্ধে বড় পরিসরে কয়লা ক্রয় করেছে চীন।

সানবিডি/এনজে