কয়লার মজুদ কমে যাওয়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকটে ভারত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১৩ ১৪:২৫:০০


কয়লার মজুদ নজিরবিহীনভাবে কমে যাওয়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখে ভারত। দেশটির অনেক রাজ্য এখন বিদ্যুৎবিহীন হওয়ার আশঙ্কায় রয়েছে। সংকটের মুখে থাকা রাজ্যগুলো সতর্কবার্তা জারি করেছে যে তাপ বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লার সরবরাহ বিপজ্জনকভাবে কমে গেছে।

ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের তথ্য অনুসারে বর্তমানে প্রায় ৮০ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সংকটে অথবা মহাসংকটে রয়েছে। এর অর্থ হলো তাদের মজুদ থাকা কয়লা পাঁচদিনেরও কম সময়ে ফুরিয়ে যাবে।

সপ্তাহখানেক আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর একটি চিঠি দিয়েছেন। এতে তিনি লিখেছেন, যদি বিদ্যুৎকেন্দ্রগুলোতে আরো কয়লা সরবরাহ করা না হয়, তাহলে পুরো রাজধানী নয়াদিল্লি বিদ্যুৎবিহীন হয়ে পড়তে পারে।

ভয়াবহ বিদ্যুৎ সংকটে রয়েছে  রাজস্থান, ঝাড়খণ্ড ও বিহার রাজ্য। এসব রাজ্যে দিনে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। মহারাষ্ট্রে ১৩টি তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এজন্য রাজ্যটির জনগণকে বিদ্যুৎ কম ব্যবহার করতে বলা হয়েছে। পাঞ্জাবে তিনটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন স্থগিত করা হয়েছে। এতে রাজ্যটির নাগরিকদের ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবহীন অবস্থায় কাটাতে হচ্ছে, যা ক্ষোভ উসকে দিচ্ছে।

সানবিডি/এনজে