কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-১৪ ১৬:২৫:১৭
কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদেরকে শিগগিরই ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আমরা খুব শিগগিরই ধরব। এটি কেন তারা করেছে, তা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাব।’
এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এসময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সানবিডি/ এন/আই