শরীয়তপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জনকে কারাদন্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৪ ১৯:৩২:২৫


সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩৭ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এদের মধ্যে ৩০ জনকে ১ বছরের কারাদণ্ড ও বয়স বিবেচনায় ৭ জনকে জরিমানা করা হয়। এ ছাড়াও ১০ কেজি ইলিশ ও ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে জাজিরা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে অংশ নেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমান হাবিব খান, মৎস্য বিভাগের কর্মকর্তা, জাজিরা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা।

অভিযানে জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।

সানবিডি/এনজে