ইসলামী ব্যাংক বগুড়া ও রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৪ ২০:৫২:৪৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া ও রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সোমবার (১১ অক্টোবর) স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বগুড়া জোনপ্রধান মোঃ আব্দুস সোবহান এবং স্বাগত বক্তব্য দেন রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহ। ব্যাংকের বগুড়া ও রংপুর জোনের শাখা ব্যবস্থাপকবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এএ