আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-১০-১৫ ১৯:৩৫:৫১


আফগানিস্তানের কান্দাহারে জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪৫ জন মুসল্লি আহত হয়েছেন। খবর এএফপির।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র টোলো নিউজকে জানায়, শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এএ