চাঁদপুরে নিষেধাজ্ঞায়ও অবাধে চলছে ইলিশ শিকার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৬ ১৯:৪৩:২৫
সরকার ঘোষিত চলমান ইলিশ শিকারের নিষেধাজ্ঞার মধ্যেও চাঁদপুরের নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। মা ইলিশ নিধন করা থেকে জেলেরা থেমে নেই, তারা দেদারছে মা ইলিশ শিকার করে যাচ্ছেন নির্বিচারে।
বর্তমান এ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকলেও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় চলছে মা ইলিশ শিকার। প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে এবং দিনের বেলায় প্রকাশ্যে নদীতে নিষিদ্ধ কারেন্টজাল ফেলে ইলিশ শিকার করে যাচ্ছে, সরকারের কাছ থেকে সুবিধা ভোগকারী অসাধু জেলেরা। তারা প্রশাসনের হাতে আটকা পড়লে জরিমানা দিয়ে ছাড়া পেয়ে আবার মা ইলিশ ও জাটকা শিকারে মেতে উঠেন।
এ ব্যাপারে জানা গেছে, এক কেজি কম ওজনের ইলিশের হালি ১৫০০-১৬০০ টাকা। ১ কেজির বেশি ওজনের ইলিশের হালি ১৮০০ থেকে ২ হাজার টাকা।
সানবিডি/এনজে