মহামারিতে দেশে আড়াই কোটি নতুন বেকার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৬ ২০:৫৮:০০
মহামারি করোনার প্রকোপের কারণে দেশে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষ বেকার হয়েছেন।এই পরিস্থিতিতে দারিদ্র্যসীমার নিচে নেমেছেন এক কোটির বেশি। এমন অস্থিরতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে জনজীবনে অন্ধকার নেমে এসেছে।
অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারের উদ্যোগ দেখা যাচ্ছে না।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়েজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ‘জীবন বাঁচাও দ্রব্যমূল্যের দাম কমাও, জনদুর্ভোগ নিরসন করো’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।
মানববন্ধনে ইনসাবের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্পাদক মো. আবদুর রাজ্জাক বলেন, দেশে নিম্ন আয়ের মানুষ প্রতিনিয়ত পরিবার-পরিজন নিয়ে অস্থিরতা ও বিপর্যয়ের মুখে পড়ছে। করোনা মহামারির পাশাপাশি মশার উপদ্রব, ডেঙ্গু জ্বরের আতঙ্ক, বিভিন্ন অঞ্চলে ইনফ্লুয়েঞ্জাসহ শ্বাসকষ্টে আক্রান্তের ঘটনায় দেশবাসী এমনিতেই উদ্বিগ্ন।
এ সময় আবদুর রাজ্জাক বলেন, বেহাল চিকিৎসাসেবা মানবজীবনকে বিপন্ন করে তুলছে। এর মধ্যে নিত্যপণ্যের বাড়তি দাম, এলপি গ্যাসের মূল্য দফায় দফায় বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ দিশেহারা।
সানবিডি/এনজে