তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আপিল কর্তৃপক্ষ নিয়োগ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-১৭ ২০:২৬:০৩
আসন্ন তৃতীয় ধাপের ১০০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া অষ্টম ধাপের দশটি পৌরসভা নির্বাচনেও আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
রিটার্নিং কর্মকর্তাদের কাছে সম্প্রতি ইসি’র উপ-সচিব মো. আতিয়ার রহমান এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা কারো মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা করলে, তার বিরুদ্ধে আপিল কর্তপক্ষের কাছে আপিল করা যাবে। আপিল কর্তৃপক্ষ তিনদিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন।
ইউপি নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা এবং পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপে দেশের ১০০৭টি ইউপিতে এবং অষ্টম ধাপে দশটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, আপিল দাখিলের শেষ সময় ৭ নভেম্বর, আপিল নিষ্পত্তির শেষ সময় ১০ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর।
এএ