হিলিতে ৫ দিনের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৮ ১৪:২১:৪৯
হিন্দু সম্প্রদায়ের পূজার ছুটিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা থাকলেও ঘটেছে উল্টো ঘটনা। পাঁচদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ৫-৬ টাকা করে কমেছে।
এ বিষয়ে বন্দরসংশ্লিষ্টরা বলছেন, দেশের বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পূজার ছুটি শুরু হওয়ার আগে বন্দর দিয়ে ব্যাপক পেঁয়াজ আমদানি হয়েছে। এ কারণে দাম কমেছে।
জানা যায়, পাঁচদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে ৪৮-৫০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে পণ্যটির দাম কমে ৪২-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম কমায় খুশি ক্রেতারা। পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জোর দাবি জানিয়েছেন তারা।
সানবিডি/এনজে